হাসপাতালগুলো হল- মিরপুরের লালকুঠি হাসপাতাল, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, মহাখালীর ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার এবং সরকারি কর্মচারী হাসপাতাল।
সোমবার স্বাস্থ্য সেবা বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরবার পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “দেশে ক্রমাগত কোভিড-১৯ সংক্রমিত রোগীর সংখ্যার বৃদ্ধি পাওয়ায় সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় এসব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সার্বিকভাবে প্রস্তুত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হলো।”