রবিবার, ২২ মে ২০২২, ০৪:১১ অপরাহ্ন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসরে হেরেই চলেছে সাকিব আল হাসান বিহীন কলকাতা নাইট রাইডার্স। গতরাতে আসরের ১৮তম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৬ উইকেটে হেরেছে কলকাতা। টানা চার ম্যাচ হারে ৫ খেলা শেষে একটি জয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে কলকাতা। সমানসংখ্যক ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট রাজস্থানের।
মুম্বাইয়ে টস জিতে প্রথমে বোলিং করতে নামে রাজস্থান। এ ম্যাচেও একাদশে সুযোগ হয়নি সাকিবের। প্রথম তিন ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। রাজস্থানের দক্ষিণ আফ্রিকান পেসার ক্রিস মরিসের বোলিং তোপে প্রথমে ব্যাটিংএর সুযোগ পেয়েও সুবিধা করতে পারেনি কলকাতা। প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৫ রান করে তারা। পরের ১০ ওভারেও দলের ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেননি।
এতে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রানের মামুলি সংগ্রহ পায় কলকাতা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন রাহুল ত্রিপাঠি। এছাড়া দিনেশ কার্তিক ২৫ ও নিতিশ রানা ২২ রান করেন। মরিস ২৩ রানে ৪ উইকেট নেন। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ২৩ রানে ৪ উইকেট নেন।
১৩৪ রানের লক্ষ্য, সহজেই স্পর্শ করে ফেলে রাজস্থান। অধিনায়ক সঞ্জু স্যামসন ৪১ বলে ৪১ ও দক্ষিণ আফ্রিকান ডেভিড মিলার ২৩ বলে অপরাজিত ২৪ রান করে দলের জয়ে অবদান রাখেন। ম্যাচের সেরা হয়েছেন মরিস।