শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৭ পূর্বাহ্ন
১৯৭১ সালের মার্চ মাস ছিল ঘটনা বহুল একটি মাস বাঙালী জাতির জীবনে। মাতৃভূমি বাংলার স্বধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছিল। ৬-দফা প্রস্তাবের মধ্য দিয়েই স্বধীনতা ঘোষনার পরিস্থিতি তৈরি হয়েছিল।
১৯৫২ সালে আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি। ‘৫৪ সালের নির্বাচনে জয় লাভ করার পরও ক্ষমতা হস্তান্তর করেনি । ‘৫৮সালে দেশে সামরিক শাসন জারি করে আইয়ুব খান আমাদের গোলাম করে রাখল। ‘৬৬ সালে ৬- দফা দেয়া হলো । ‘৬৯ এর গণ-আন্দোলনের মুখে আইয়ুব খানের পতনের পর ইয়াহিয়া খান এলেন। ‘৭০সালের ৭- ডিসেম্বর জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয় । ইয়াহিয়া খানের সাথে আলোচনা হলো ১৫ই ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন ডাকার অনুরোধ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু মেজরিটি পার্টির নেতা হলে ও ইয়াহিয়া খান উনার কথা শুনলেন না।ভুট্টো সাহেবের কথায় ইয়াহিয়া খান ৩-রা মার্চ অধিবেশন ডাকলেন। ‘৭১ এর ২১শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শহীদ মিনারে পুস্পাজ্ঞলি অর্পণ করে শপথ বাণী উচ্চারণ করে বলেন : “ বাঙালীকে পায়ের নীচে দাবিয়ে রাখার ক্ষমতা কারো নাই”। ১লা মার্চ হঠাৎ এক ভাষণে ৩-রা মার্চের জাতীয় পরিষদের অধিবেশন বন্ধ করে দিলেন । আর ঐ দিন অর্থাৎ ১-লা মার্চ দুপুরের পর থেকে এক নতুন অধ্যায়ের সুচনা হয় পূর্ব বঙ্গ তথা বাংলাদেশের রাজনীতিতে ।
৩-রা মার্চ পল্টনে ছাত্রলীগ আয়োজিত জনসভায় বঙ্গ বন্ধুর উপস্হিতিতে “ আমার সোনার বাংলা” সংগীত সহ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দিলেন । এরই ধারাবাহিকতায় আসে ৭-ই মার্চ।
বঙালীর জীবনে এক অবিস্মরণীয় দিন ১৯৭১ এর ৭-ই মার্চ ।এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ( বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান ) বাংলাদেশের মানুষকে স্বধীনতা সংগ্রামের উদাত্ত আহ্বান জানান ।
৮- ই মার্চ ১৯৭১ , থেকে বঙ্গবন্ধুর নির্দেশে প্রতিটি গৃহে কালো পতাকা উত্তোলন করা হয় । প্রতিটি গ্রামে ও শহরে সংগ্রাম কমিটি গঠন করা হয় । এভাবেই এলো ২৫- শে মার্চ কালো রাত। এ রাতেই রাত ১২:০০ টার পর অর্থাৎ ২৬-যে মার্চের প্রথম প্রহরে বাংলার অবিসংবাদিত প্রাণ প্রিয় মহানায়ক শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি বলেন : “ আজ থেকে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র “। সর্বকালের সেরা বাঙালী বাংলার অবিসন্বাদিতরুপে নেতা শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দেয় বাংলার আপামর জনগণ। ‘৭১ এর এই আন্দোলন ছিল বাংলার গণমানুষের আন্দোলন।