সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:২১ অপরাহ্ন
সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক জাতীয় কর্মসূচী হিসাবে ২০০৫ সাল থেকে বাস্তবায়নাধীন। গ্রামের সকল শ্রেণী ও পেশার জনগোষ্ঠীকে একক সমবায় সংগঠনের আওতায় এনে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করা কর্মসূচীর প্রধান উদ্দেশ্য। প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাম ভিত্তিক একক সমবায় সংগঠনের আওতায় গ্রামের ধনী-দরিদ্র, নারী-পুরুষ, কিশোর-কিশোরী নির্বিশেষে সকল পেশা ও শ্রেণীর জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদের আর্থ-সামাজিক তথ্য সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য মোচন করা।
সিভিডিপি প্রকল্পটি মূলত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি প্রকল্প যা বিভাগের অধীনস্থ চারটি সংস্থার ( কুমিল্লার বার্ড, বগুড়ার আরডিএ, বিআরডিবি এবং সমবায় অধিদফতর ) মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সম্প্রতি অস্থায়ীভাবে ৪ টি পদে মোট ৪৩০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২৩-০৪-২০১৯ থেকে । আবেদন করা যাবে ১৪-০৫-২০১৯ পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ২৩-০৪-২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://cvdp3.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ১৪-০৫-২০১৯ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:
উল্লেখ্য যে, গত ৮ই মার্চ ২০১৯ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান শেখ হাসিনা ৭ হাজার ৪৬৬ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ের মোট ছয়টি প্রকল্পের অনুমোদন দেন যার মধ্যে “সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি)-(৩য় পর্যায়) প্রকল্প” অন্যতম।