সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৪৯ অপরাহ্ন
আজ সংবাদ মাধ্যমে তুরিন আফরোজের বিরুদ্ধে ছোট ভাইয়ের জিডি” শীর্ষক খবর প্রকাশিত হয়।
এই প্রসংগে ব্যারিস্টার তুরীন আফরোজকে প্রশ্ন করা হলে তিনি অনুসন্ধান২৪ডটকমকে জানান
“আমি হাওয়া ভবনের মালিক ও তারেক রহমানের ঘনিষ্ঠ আলি আসগর লবির পরিবারের প্রতিহিংসার শিকার।
আমার ভাই জনাব শাহনেওয়াজ আহমেদ শিশিরের বউ ইশিতা নাসরিন খান হাওয়া ভবনের মালিক আলি আসগর লবির ভাতিজি । আমি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যোগ দানের পর থেকেই হাওয়া ভবনের মালিক তারেক রহমানের ঘনিষ্ঠ আলি আসগর লবির ভাতিজি ইশিতা নাসরিন খান এবং আলি আসগর লবির ভাই সেকেন্দার হায়াত খান আমাকে বিভিন্ন ভাবে কাজে যোগদান না করার জন্য অনুরোধ করতে থাকে। পরবর্তীতে আমি রাজি না হলে তারা আমাকে বিভিন্ন ভাবে উত্যক্ত করতে থাকে। কিন্তু সে সময় আমার পিতা জীবিত থাকায় তারা খুব বেশী সুবিধা করতে পারেনি।
পরবর্তীতে আমার পিতার মৃত্যুর কয়েকদিনের মাঝে শিশির তার শ্বশুর বাড়ির প্রলোভনে আমাকে আমার উত্তরাস্থ বাসস্থান থেকে উচ্ছেদ করার জন্য হুমকি ধামকি ও চাপ প্রদান করতে থাকে। আমি এমতাবস্থায় আইনের আশ্রয় নেই।
শাহনেওয়াজ আহমেদ শিশির আমাকে ও আমার মাকে বিবাদী করে দেওয়ানি ১৬১/২০১৮ নম্বর মোকদ্দমা দায়ের করে এবং আমিও একই সম্পত্তির বিষয়ে ঢাকার যুগ্ম জেলা জজ ৫ম আদালতে ১৬২/২০১৮ নম্বর মোকাদ্দমা দায়ের করি। বিজ্ঞ আদালত উভয় মোকদ্দমার শুনানি করে নিস্পত্তি না হওয়া পর্যন্ত আমার বাসস্থানভুক্ত সম্পত্তির বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করেন।মুলত বর্ণিত সম্পত্তিতে আমার ভাই যেন আমার শান্তি পূর্ণ অবস্থানে কোন বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেই মর্মে আদালত আদেশ প্রদান করে।
কিন্তু বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে আজ সকাল ৮ টার সময় শাহনেওয়াজ আহমেদ শিশির তার শ্বশুরবাড়ির পপ্ররোচনায় জোরপূর্বক বাড়িতে প্রবেশের চেষ্টা করে এবং আমাকে ও আমার মেয়েকে প্রান নাশের হুমকি দেয়। পরবর্তীতে আমি আমার নিরাপত্তার জন্য আমি উত্তরা পশ্চিম থানায় জিডি করি।
এখানে উল্লেখ্য শিশির আমাকে আমার বাসস্থান থেকে উচ্ছেদ করাতে ব্যর্থ হয়ে পরবর্তীতে হাওয়া ভবনের মালিকের পালিত সাঙ্গ পাঙ্গ দিয়ে আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়া তে কুৎসা রটনা করে যাচ্ছে।
আমি প্রশাসন, আমার শুভাকাঙ্ক্ষী ও দেবাসী সহ সকলকে হাওয়া ভবনের মালিক ও তারেক রহমানের ঘনিষ্ঠ আলি আসগর লবির পরিবারের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।”
তিনি প্রমাণ স্বরুপ কিছু ছবিও আমাদেরকে দিয়েছেন।