শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ পূর্বাহ্ন
জাতীয় কাউন্সিলের পাঁচ দিন পর দলের পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পদে নেতাদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাত ৯টার পর আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অ্যাড আফজাল হোসেন এবং শফিউল আলম চৌধুরী নাদেল। অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা, তথ্য ও গবেষণা সম্পাদক ড সেলিম মাহবুব, শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সায়েম খান উপ-দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।