মন্ত্রী বলেন, “মাত্র ১০ দিনের মধ্যে ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। চিকিৎসা খাতকে আরো শক্তিশালী করতে আরো নতুন অন্তত ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই এই টেকনোলজিস্টদের নিয়োগ দেওয়া হবে।”
উল্লেখ্য যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী, বাংলাদেশে এক লাখ ২৮ হাজার ৭৫ জন মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা, সেখানে কাজ করছেন পাঁচ হাজার ১৮৪ জন।
কোভিড-১৯ মোকাবেলায় সবাই নমুনা পরীক্ষার ওপর জোর দিচ্ছে। আর নমুনা সংগ্রহ ও গবেষণাগারে তা পরীক্ষার কাজটি মেডিকেল টেকনোলজিস্টরই করেন। তবে বাংলাদেশে প্রয়োজনের তুলনায় মেডিকেল টেকনোলজিস্ট অনেক কম হওয়ায় নমুনা সংগ্রহ ও পরীক্ষায় হিমশিম খেতে হচ্ছে বলে অভিযোগ করে আসছিলেন কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা। কোভিড-১৯ সঙ্কট সামাল দিতে সম্প্রতি ২ হাজার চিকিৎসক এবং ৫ হাজার নার্স নিয়োগ দেওয়া হলেও তখন মেডিকেল টেকনোলজিস্ট নেওয়া হয়নি।
গত ৩০ এপ্রিল এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম – এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে বর্তমানে ২৫ হাজার ৬১৫ জন চিকিৎসক কাজ করছেন। ডব্লিউএইচওর মানদণ্ড অনুযায়ী, এক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্টের পদের সংখ্যা হওয়ার কথা ছিল এক লাখ ২৮ হাজার ৭৫টি। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরে মেডিকেল টেকনোলজিস্টের পদই আছে সাত হাজার ৯২০টি। এর বিপরীতে কর্মরত আছেন আরও কম পাঁচ হাজার ১৮৪ জন। প্রতি ১০ হাজার মানুষের জন্য শূন্য দশমিক ৩২ জন মেডিকেল টেকনোলজিস্ট কাজ করছেন। আর ল্যাব টেকনোলজিস্টের দুই হাজার ১৮২টি পদের মধ্যে এক হাজার ৪১৭ জন কর্মরত আছেন। নমুনা সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার কাজটি করেন ল্যাব টেকনোলজিস্টরাই।
এমতাবস্থায়, দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে বিভিন্ন জেলা থেকে মেডিকেল টেকনোলজিস্টদের প্রেষণে ঢাকার বিভিন্ন হাসপাতালে আনা হয়। ফলে জেলাগুলোয় নমুনা সংগ্রহ করতে এখন ভোগান্তি পোহাতে হচ্ছে।
এই প্রেক্ষাপটে গত বৃস্পতিবার গণভবনে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের ঘোষণা দেন। এরপর রোবাবর স্বাস্থ্যমন্ত্রী ‘শিগগিরই’ পাঁচ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নেওয়ার কথা বললেন।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে “বাংলাদেশ আওয়ামী মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ” কেন্দ্রীয় সংসদ – এর সদস্য সচিব জনাব শামীম শাহ এর কাছে অনুসন্ধান২৪ডটকম এর পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল “সাম্প্রতিক “করোনা” মহামারীর সময়ে সরকার ৫০০০ মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের ঘোষণা দিয়েছে, এ প্রসঙ্গে আপনার মন্তব্য কি?”
এর উত্তরে জনাব শামীম শাহ বলেন ” দীর্ঘ ১২ বছর আমলাতান্ত্রিক জটিলতার কারনে মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ বন্ধ ছিলো, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে কোভিড-১৯ মোকাবেলায় সামনের সারির যোদ্ধা (ফ্রন্ট ফাইটার) অর্থাৎ ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের ঘোষণা দিয়েছে এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি “বাংলাদেশ আওয়ামী মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ” এর সদস্য সচিব হিসেবে সরকারের কাছে দাবি জানাই WHO এর নিয়ম অনুযায়ী একজন চিকিৎসক এর বিপরীতে ৫ জন মেডিকেল টেকনোলজিস্ট ক্রমাগত নিয়োগ দেওয়া জন্য, সাথে উক্ত নিয়োগে সকলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ ব্যস্তবায়ন করার জন্য দাবী জানাই।”